নীলফামারী বিআরটিএ অফিসে দুদকের হানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৩

সেবা প্রদানে অতিরিক্ত টাকা নেওয়া, সেবা প্রত্যাশীদের হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগে নীলফামারী বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ৩ ঘণ্টা ধরে অভিযান পরিচালনা করে অতিরিক্ত টাকা নেওয়াসহ কয়েকটি অভিযোগের সত্যতা পায় দুদক।

অভিযানে দুদকের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ, উপ-সহকারী পরিচালক একেএম নুরে আলম সিদ্দিকি, উপ-সহকারী পরিচালক মোমিন উদ্দিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

jagonews24

দুদক কর্মকর্তারা জানান, নিয়ম থাকলেও মোটরসাইকেল মালিকদের কাছে রেজিস্ট্রেশনের কাগজপত্র না নিয়ে শো-রুম কর্তৃপক্ষের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে দেওয়া হচ্ছে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, যা মূলত পরিশোধ করছেন মোটরসাইকেল মালিকরাই। এছাড়াও টাকা ব্যাংকের মাধ্যমে জমা না নিয়ে অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিজ বিকাশের মাধ্যমে পরিশোধ করেন। কেউ অতিরিক্ত টাকা না দিলে হতে হয় হয়রানির শিকার। এরকম বেশ কিছু অভিযোগের সত্যতাও মিলেছে।

দুদকের রংপুরের সহকারী পরিচালক হোসাইন শরীফ বলেন, এখানে বেশ কিছু অভিযোগের সত্যতা পেয়েছি আমরা। সব বিষয়ে রিপোর্ট করা হবে। যেহেতু এটি এনফোর্সমেন্ট অভিযান, এজন্য আমরা কাউকে আটক করিনি।

রাজু আহম্মেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।