বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত


প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২২ মার্চ ২০১৬

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের হোসেন আলীর ছেলে সিএনজিচালক ফরিদ উদ্দিন (৩৫), আমিনপুর গ্রামের জিন্নাহের ছেলে ফিরোজ (২০) ও একই গ্রামের শাবান আলীর ছেলে জরুহুল ইসলাম (২৫)।

গুরুতর আহত আমিনপুর গ্রামের আরমান আলী (২২) ও হবিবর রহমানকে (৪৮) উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।

শেরপুর থানা পুলিেশের উপ-পরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন জানান, বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস শেরপুরের ঘোগা বটতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।