কিশোরগঞ্জে কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৩

কিশোরগঞ্জ জেলা কারাগারে সিদ্দিক মিয়া (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সিদ্দিক মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি আগস্ট মাসের ১২ তারিখ থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে বিদ্যুৎ আইনের মামলায় হাজতে ছিলেন।

কিশোরগঞ্জের জেল সুপার মো. শামীম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে হাজতি সিদ্দিক মিয়ার অসুস্থতা দেখা দিলে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর সনদপত্রে ডাক্তার লিখেছেন হার্টের সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, তিনি বিদ্যুৎ আইনের মামলায় (বিদ্যুতের ট্রান্সফরমার চুরি) আগস্ট মাসের ১২ তারখি থেকে কারাগারে ছিলেন।

এসকে রাসেল/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।