জয়পুরহাটে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০১:১১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩

জয়পুরহাটে নারীকে (৩৫) ধর্ষণের মামলায় আবু কাহার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিনগত রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বানেশ্বর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আবু কাহার জয়পুরহাটের কালাই উপজেলার শাইলগুন গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত আবু কাহার কখনো রিকশা চালাতেন, কখনো শ্রমিকের কাজ করতেন। ২৭ মে রাতে জয়পুরহাট পৌর শহরের প্রফেসরপাড়া এলাকায় ওই নারীকে বাসায় একা পেয়ে ধর্ষণ করেন তিনি। ঘটনার পর ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন।

মামলার পর থেকেই অভিযুক্ত আবু কাহার বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন। এরপর বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।