পুকুরে পড়ে যাওয়া খেলনা তুলতে গিয়ে প্রাণ গেলো শিশুর
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পুকুরে পড়ে যাওয়া খেলনা তুলতে গিয়ে পানিতে ডুবে মুনতাসির ইসলাম আবির নামে দুই বছর বয়সী এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। আবির ওই এলাকার দুবাই প্রবাসী দাউদুল ইসলাম বাবলুর ছেলে।
শিশুটির চাচা আসাদুল ইসলাম সানি বলেন, বৃহস্পতিবার দুপুরে ভাবি আবিরকে বাড়িতে রেখে তার মেয়েকে স্কুল থেকে আনতে যান। এসময় সবার আগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যাওয়া খেলনা গাড়ি তুলতে গিয়ে পানিতে ডুবে যায় আবির। পরে তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখা যায়। পাশেই খেলনা গাড়িটিও ভাসছিল। আবিরকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজ উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরে পানিতে পড়ে যাওয়া এক শিশুকে নিয়ে আসে তার স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এমআরআর