বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, শনাক্ত ৩৮৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। একই সময়ে মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়না (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২ জন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ময়না বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি ১৪ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৮৩ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১১৪ জন, পটুয়াখালীতে ৮৫ জন, পিরোজপুরে ৬২ জন, ভোলায় ৪৪ জন, বরগুনায় ৭৩ জন আছেন ও ঝালকাঠিতে ৫ জন।

আরও পড়ুন: সিরাজগঞ্জে আরও ৪৮ জনের ডেঙ্গু শনাক্ত

এছাড়া শনিবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ২৮৫ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে বরিশালে ৪৯৩ জন, পটুয়াখালীতে ৩০০ জন, ভোলায় ৯৩ জন, পিরোজপুরে ১৮৩ জন, বরগুনায় ১৯৫ জন ও ঝালকাঠিতে ২১ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জাগো নিউজকে বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৯ হাজার ১৭৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮১৯ জন। এছাড়া গোটা বিভাগে ৭২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে বরিশালে ৪৯ জন, ভোলায় সাতজন, বরগুনা পাঁচজন, পিরোজপুরে ছয়জন ও পটুয়াখালীতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

শাওন খান/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।