ভোমরা স্থল বন্দরের কার্যক্রম ৩ দিন বন্ধ


প্রকাশিত: ০৭:২০ এএম, ২৩ মার্চ ২০১৬

হিন্দু সম্প্রদায়ের দোল পূজা ও হলি উৎসব উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বুধবার থেকে টানা তিন দিন বন্ধ থাকবে। আগামী (২৬ মার্চ) শনিবার থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম চলবে। ফলে আজ থেকে তিনদিন পর্যন্ত ছুটির ফাঁদে পড়েছে ভোমরা স্থল বন্দর।

ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী পরিচালক শরিফ আল আমিন জানান, হিন্দু সম্প্রদায়ের দোল পূজা ও হলি উৎসব উপলক্ষে ভারতের কাস্টমস ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন বুধবার ও বৃহস্পতিবার দুই দেশের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি তারা বাংলাদেশ কাস্টমস ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে লিখিতভাবে জানিয়েছেন। সে কারণে বুধবার ও বৃহস্পতিবার এই দুইদিন সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই সঙ্গে শুক্রবার সরকারি ছুটি থাকায় এই দিনও আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

ভোমরা স্থল বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।