গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সেখানে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে পুলিশ সদস্যরা অবস্থান করছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মহানগরীর গাছা এলাকায় টি আর জেড নামক পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করছেন।

শ্রমিকেরা জানায়, জুলাইয়ের ১৫ দিনের বেতন বকেয়া রয়েছে। আগস্ট মাসের বেতন এখানো দেয়নি। সেপ্টেম্বর মাসও শেষ হয়ে আসছে। এমনকি ঈদের সময় কিছু শ্রমিকের বকেয়া টাকা পাওনা রয়েছে। শনিবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন না দিলে শ্রমিকরা চলে যায়। পরে রোববার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে।

আরও পড়ুন: নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি পোশাক শ্রমিকদের

শ্রমিক নেতা আজিজুল ইসলাম জানান, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য শনিবার মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু তারা বেতন পরিশোধ করতে পারেনি। তাই রোববার শ্রমিকরা ফের বিক্ষোভ করছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ পরিদর্শক জহিরুল হক জানান, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে শনিবার থেকে বিক্ষোভ করছে। আমরা এখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে। তারা বলেছে, শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ করবে। এখনো শ্রমিকদের বেতনের বিষয়টি নিয়ে কারখানায় পুলিশের মধ্যস্থতায় আলোচনা চলছে।

মো. আমিনুল ইসলাম/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।