ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৪

বখাটেদের ভয়ে চার মাস পর স্কুলে গেলো কিশোরী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বখাটেদের ভয়ে চার মাস পর স্কুলে গেলো সপ্তম শ্রেণির এক ছাত্রী। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে মায়ের গতিরোধ করায় তিন ছাত্রলীগ নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরআগে সকালে ওই কিশোরীকে নিয়ে স্কুলে যান তার মা।

গ্রেফতাররা হলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার এতিম উল্লাহ হাজি বাড়ির মৃত মোশারফ হোসেনের ছেলে এমরান হোসেন বাদশাহ প্রকাশ শুভ (২০), মুরাদ আলী মিয়া বাড়ির ওসমান গণির ছেলে ও মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর (২১), মহসিন আলী মেম্বার বাড়ির দুদু মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক শামছুদ্দিন প্রকাশ সালমান (২০), নসরত আলী হাজি বাড়ির নুজরুল ইসলামের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক রিফাত হোসেন (২০)। আসামিদের মধ্যে এতিম উল্ল্যাহ হাজি বাড়ির ওমর ফারুকের ছেলে মো. সবুজ (২৩) পলাতক।

ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার ও পুলিশ জানায়, চলতি বছরের ১২ মে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সাধুরবাজার এলাকায় সবুজ (২১) ও শুভ (১৯) নামের দুই বখাটে মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় চুল ধরে টানাটানির একপর্যায়ে স্কুলছাত্রীর মাথার স্কাফ খুলে ফেলেন তারা। গাড়িতে তুলতে ব্যর্থ হওয়ার পর গাড়ি দিয়ে চাপা দেওয়ারও চেষ্টা করেন তারা। পরে শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। তখন সহপাঠীরা ওই স্কুলছাত্রীকে বাড়িতে নিয়ে যায়।

ঘটনার দিন বিকেলে মিরসরাই থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী কিশোরীর বাবা। অভিযোগের পর পুলিশ সবুজ নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আরেকজন আদালতে আত্মসমর্পণ করেছিলেন। জামিনে এসে সবুজ ও শুভ দলবল নিয়ে বাড়ির আশপাশে এসে ঘরের চালে ঢিল ছুড়ে মারতে থাকেন এবং ওই কিশোরীকে তুলে নেওয়ার হুমকি দেন।

বখাটেদের ভয়ে দীর্ঘ চার মাস স্কুলে যাওয়া বন্ধ করে দেয় মেয়েটি। এ ঘটনার পর উপজেলা প্রশাসন মেয়েটির বাড়িতে গিয়ে তাকে আবার স্কুলে যাওয়ার জন্য আশ্বস্ত করে। পরে চারমাস পর আজ স্কুলে যায় মেয়েটি।

মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, প্রশাসনের আশ্বাসে মাকে নিয়ে আজ স্কুলে আসে মেয়েটি। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে বখাটেরা তার গতিরোধ করে। খবর পেয়ে পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন বলেন, গ্রেফতার চারজনের মধ্যে তিনজন ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে রয়েছেন। যদি অপকর্ম করেন এটা তাদের ব্যক্তিগত বিষয়। এটির দায় সংগঠন বহন করবে না।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আটক চারজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।