ফরিদপুরে ফুটবল টুর্নামেন্ট দেখতে উপচে পড়া ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:১৪ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আশ্রয়ণ প্রকল্প ‘স্বপ্ন নগরে’ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা দেখতে নানান বয়সী ও বিভিন্ন পেশার হাজারো দর্শনার্থীরা ভিড় জমায়।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাতলাশুর গ্রামে অবস্থিত আশ্রয়ণ প্রকল্প ‘স্বপ্ন নগর’ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় যুব সমাজ এ খেলার আয়োজন করে।

এলাকাবাসী ও আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, স্থানীয় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আলফাডাঙ্গার চর চান্দড়া ফুটবল একাদশ বনাম নড়াইলের লোহাগড়ার উপজেলার সালনগর ইউনিয়নের নোয়া খোলা ফুটবল একাদশের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে নওখোলা ফুটবল একাদশ ১ এবং চর চান্দড়া ফুটবল একাদশ ১ গোলে সমতা হয়। পরে পেনাল্টিতে খেলা গড়ায়। এতে নওখোলা ফুটবল একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে চর চান্দড়া ফুটবল একাদশ।

jagonews24

আরও পড়ুন: কুড়িগ্রামে নৌকা বাইচ দেখতে মানুষের ঢল

খেলার উদ্বোধন করেন গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম। এলাকার সমাজ সেবক মো. মশিয়ার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মো. সাইফুর রহমান সাইফার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইল লোহাগড়ার সালনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. লাভু মিয়া, ঢাকা আফিনজা জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডের চেয়ারম্যান কাজী মনিরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর শুকুর মোল্লা প্রমুখ। খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম দেলোয়ার।

এ বিষয়ে আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মো. সাইফুর রহমান সাইফার জাগো নিউজকে বলেন, ফুটবল খেলাটি দেখতে স্থানীয় ও দুর-দুরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায়। গ্রামবাংলার ঐতিহ্য ও বর্তমান যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে দূরে রাখতে ফুটবল ও গ্রামীণ খেলার কোনো বিকল্প নেই। আয়োজকদের ধন্যবাদ জানাই।

এন কে বি নয়ন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।