নারায়ণগঞ্জ

ঘরে ইলেকট্রিক মিস্ত্রির ঝুলন্ত মরদেহ, স্ত্রী-শ্যালক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:২১ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় নূর ইসলাম (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী আসমা এবং দুই শ্যালক শাহজালাল ও মোজাফফরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ধারালো দা ও দড়ি জব্দ করেছে পুলিশ। নিহতের মাথায় আঘাতের চিহ্ন ও গভীর ক্ষত রয়েছে।

নিহত নূর ইসলাম শরিয়তপুর ডামুইডা এলাকার আব্দুল জলিল বেপারীর ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, প্রায় ১৮ বছর আগে মধ্য নরসিংপুর এলাকার প্রয়াত গনি মিয়ার মেয়ে আসমাকে বিয়ে করেন শরিয়তপুরের ডামুইডা এলাকার আব্দুল জলিল বেপারীর ছেলে নূর ইসলাম। বিয়ের পরে শশুর গনি মিয়া তাদের থাকার জন্য চার শতাংশের একটি জমি দেন। সেই জমিতে নিজ খরচে বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন তিনি। তাদের সংসারে আশরাফুল ইসলাম ও আরশাদুল ইসলাম নামে দুই ছেলে এবং মানসুরা নামে এক মেয়ে রয়েছে।

আরও পড়ুন: ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ, আরও ১ আসামি গ্রেফতার

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র (দা) দিয়ে নূর ইসলামের মাথায় আঘাত করা হয়েছে। পরে সেটিকে আত্মহত্যা বলে চালানোর জন্য মরদেহটি পাখার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, ঘটনার সময়ে নিহতের সন্তানরা মাদরাসা ও স্কুলে ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী ও দুই শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।