ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি বিক্রেতা নিহত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১:৫৮ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আক্কাস সিকদার (৪৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণপাশে এ ঘটনা ঘটে। নিহত আক্কাস মিজমিজি তালতলা ক্লাব এলাকার মোতালেব মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

জানা যায়, ভোরে সবজি কেনার উদ্দেশ্যে আক্কাস সিকদার ভ্যান নিয়ে বের হন। একদল ছিনতাইকারী তার পথ আটকে চাকু দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, নিহত ব্যক্তি সবজি কেনার জন্য যাত্রাবাড়ী উদ্দেশ্যে যাচ্ছিলেন। হঠাৎ একদল ছিনতাইকারী এসে তাকে ছুরিকাঘাত করে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে যাই। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ছিনতাইকারীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।


রাশেদুল ইসলাম রাজু/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।