গাছের ডাল ভেঙে পড়ে মোটরসাইকেলচালক নিহত, অক্ষত দুই যাত্রী

খাগড়াছড়িতে সড়কের পাশের গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মোহাম্মদ জামাল হোসেন নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জামাল হোসেন মানিকছড়ির উপজেলার বাটনাতলী ইউনিয়নের ডাইনছড়ির বাসিন্দা। তিনি পেশায় ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস বইছিল। এসময় দুজন যাত্রী নিয়ে খাগড়াছড়ি থেকে মানিকছড়ি যাচ্ছিলেন জালাল হোসেন। কালাপানি এলাকায় পৌঁছালে গাছের একটি ডাল ভেঙে পড়লে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে মানিকছড়ি হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে মারা যান।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মোটরসাইকেলচালক মারা গেলেও দুই যাত্রী অক্ষত রয়েছেন।
মুজিবুর রহমান ভুইয়া/এসআর/জিকেএস