গাছের ডাল ভেঙে পড়ে মোটরসাইকেলচালক নিহত, অক্ষত দুই যাত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১০:০৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

খাগড়াছড়িতে সড়কের পাশের গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মোহাম্মদ জামাল হোসেন নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন মানিকছড়ির উপজেলার বাটনাতলী ইউনিয়নের ডাইনছড়ির বাসিন্দা। তিনি পেশায় ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস বইছিল। এসময় দুজন যাত্রী নিয়ে খাগড়াছড়ি থেকে মানিকছড়ি যাচ্ছিলেন জালাল হোসেন। কালাপানি এলাকায় পৌঁছালে গাছের একটি ডাল ভেঙে পড়লে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে মানিকছড়ি হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে মারা যান।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মোটরসাইকেলচালক মারা গেলেও দুই যাত্রী অক্ষত রয়েছেন।

 

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।