৫ মাস পর হারিয়ে যাওয়া বৃদ্ধা ফিরলেন স্বজনদের কাছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩

কুড়িগ্রামে পাঁচ মাস আগে হারিয়ে যাওয়া বৃদ্ধা আছিয়া বেগমকে (৭২) উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের সরদারপাড়া গ্রামে স্বজনদের হাতে ওই বৃদ্ধাকে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: নিখোঁজ স্বামীর ছবি নিয়ে রাস্তায় ঘুরছেন বৃদ্ধা 

পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন আছিয়া বেগম পাঁচ মাস আগে হারিয়ে যান। পরে তাকে খুলনার সোনাডাঙ্গা থানার পুলিশ ২০ সেপ্টেম্বর উদ্ধার করে। নাম-ঠিকানা জিজ্ঞেস করলে তিনি শুধু জানান, তার নাম আছিয়া। বাড়ি কুড়িগ্রামে। এর বেশি কিছু বলতে পারেননি তিনি।

কুড়িগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, হারিয়ে যাওয়া বৃদ্ধা আছিয়া বেগমকে তার ছোট বোন রুপালি বেগমের জিম্মায় তুলে দেওয়া হয়েছে।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।