মোংলায় বিদেশি জাহাজ থেকে কয়লা চুরি, আটক ৩৭

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩

মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে কয়লা নিয়ে পালানোর সময় ৩৭ চোরাকারবারিকে আটক করেছেন কোস্টগার্ড। এ সময় ৬৬০ মেট্রিক টন কয়লাসহ দুটি নৌযান (কার্গো) জব্দ করা হয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে খুলনার বটিয়াঘাটা এলাকা থেকে কয়লাবোঝাই নৌযান দুটি জব্দ করে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ 

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের লে. সাব্বির আহমেদ জানান, বন্দরের হাড়বাড়ীয়ায় অবস্থানরত বিদেশি জাহাজ থেকে এমভি রত্না ৬৫০ মেট্রিক টন পরে সেখান থেকে এমভি তানজিলা-২ ৬০ টন কয়লা পাচারের চেষ্টা করছিল। পরে জাহাজ দুটি জব্দ করে ৩৭ জন স্টাফ-শ্রমিককে আটক করা হয়। পরে সকালে তাদের মোংলায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, দুটি জাহাজের মাস্টার ও ইঞ্জিনিয়ারকে আসামি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

আবু হোসাইন সুমন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।