ইলিয়াছের পলিটেকনিক ভর্তির স্বপ্ন পূরণ করলেন ইউএনও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯:২৯ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

মেধাবী শিক্ষার্থী মো. ইলিয়াছ হোসেনের স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডেজী চক্রবর্তী। তার ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সুযোগ করে দিলেন তিনি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির জন্য ইলিয়াছ হোসেনের হাতে আর্থিক সহায়তা তুলে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডেজী চক্রবর্তী।

মো. ইলিয়াছ হোসেন খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের শান্তিপুর এলাকার কৃষক মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।

জানা যায়, মো. ইলিয়াছ হোসেন মাটিরাঙ্গার শান্তিপুর উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির সুযোগ পান। তবে টাকার অভাবে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি জানার পর ইলিয়াছকে তার কার্যালয়ে ডেকে ভর্তির জন্য আর্থিক সহায়তা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী। একই সঙ্গে ভবিষ্যতে তার লেখাপড়া চালিয়ে যেতে যেকোনো সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন: সেই দৃষ্টি প্রতিবন্ধী রফিকুলের পাশে দাঁড়ালেন ইউএনও

ইলিয়াছ হোসেন বলেন, স্যার আমার পাশে না দাঁড়ালে আমার লেখাপড়া এখানেই থেমে যেত। স্যারের সহযোগিতায় আমি এখন কলেজে ভর্তি হতে পারবো। আমি স্যারের কাছে আজীবন ঋণী হয়ে গেলাম।

নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বলেন, এ উপজেলার একটি মেধাবী সন্তানও যেন পড়াশুনা থেকে ঝড়ে না পড়ে সেটি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সবসময় সচেষ্ট।

মুজিবুর রহমান ভুঁইয়া/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।