শিশুর সন্তান প্রসব

দেড় বছর পর ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো ধর্ষক তার বাবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

মানিকগঞ্জের সিংগাইরে সন্তান জন্ম দিয়েছে ধর্ষণের শিকার ১২ বছরের এক শিশু। ঘটনার দেড় বছর পর ডিএনএ পরীক্ষায় জানা গেছে, শিশুটিকে ধর্ষণ করেন তারই বাবা। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত ব্যক্তির নাম নুর আলম (৩৬)। তিনি উপজেলার খাসেরচর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শিশুটি ধর্ষণের শিকার হয়। এরপর সে গর্ভবতী হলে ছয় মাস পর বিষয়টি টের পায় পরিবার। তবে ধর্ষণকারীর নাম বলেনি শিশুটি। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ওই গ্রামের দুজনকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে পাঠায়। পরে আদালত তাদের কারাগারে পাঠান।

গতবছরের ১ নভেম্বর একটি পুত্রসন্তান জন্ম দেয় শিশুটি। পরে আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারনামীয় দুই আসামিসহ স্থানীয় একজনের ডিএনএ পরীক্ষা করান। কিন্তু তাদের তিনজনের রিপোর্টই নেগেটিভ আসে। পরে স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করে শিশুটির বাবা নুর আলমের ডিএনএ পরীক্ষা করায় পুলিশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রিপোর্ট পজিটিভ আসে। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

ওসি মিজানুর রহমান জানান, ডিএনএ পরীক্ষার রিপোর্ট অনুযায়ী বাবা নুর আলমই শিশুটিকে ধর্ষণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বি এম খোরশেদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।