উখিয়ায় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ আরসার ৪ সদস্য গ্রেফতার

সায়ীদ আলমগীর
সায়ীদ আলমগীর সায়ীদ আলমগীর কক্সবাজার
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

কক্সবাজারের উখিয়া থেকে আরসার অস্ত্র কমান্ডারসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে পালংখালী ইউনিয়নের তেলখোলা-বরইতলী পাহাড়ের গহীন অরণ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৪৩ কেজি বোমা তৈরির বিস্ফোরক দ্রব্য, একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, চারটি পিস্তলের বুলেট, তিনটি ওয়ান শুটারগানের বুলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- আরসার অন্যতম কমান্ডার শামছুল আলম ওরফে মাস্টার শামসু (২৯), শফিক (২৮), সিরাজ (৩০), রহিমুল্লাহ প্রকাশ মুছা (২৭)।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার ৮ সদস্য গ্রেফতার 

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাব। এসময় উখিয়ার পালংখালীর ৬ নম্বর ওয়ার্ডের তেলখোলা-বরইতলী পাহাড়ের রাস্তার মুখোমুখি এলাকায় অভিযান চালিয়ে মো. শফিক, মো. সিরাজকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬ কেজি ৫৩০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে তেলখোলা-বরইতলী গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) আরসার জিম্মাদার রহিমুল্লাহ মুছা ও আরসার অন্যতম কমান্ডার শামছুল আলম ওরফে মাস্টার শামসুকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।    

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।