ভাগনের ইটের আঘাতে খালা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৯:০২ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

মানিকগঞ্জে বাড়িতে আসা যাওয়ার রাস্তা নিয়ে বিরোধের জেরে ভাগনের ইটের আঘাতে হারুনি বেগম (৩৮) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ পৌর এলাকার বড়াই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হারুনি বেগম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তার বাবার বাড়িতে থাকতেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর হারুনি বেগম ছেলে বাবু ও মেয়ে সুমিকে নিয়ে প্রায় ১০ বছর ধরে বাবার বাড়িতে থাকতেন। তার বোন বিমলা বেগমও স্বামী মারা যাওয়ার পর দুই ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকেন। বাড়িতে আসা যাওয়ার রাস্তা নিয়ে বোন ও ভাগনেদের সাথে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। এর জের ধরে বৃহস্পতিবার ভাগনে আলমগীর হোসেন হারুনি বেগমকে ইট দিয়ে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

ঘটনার পর থেকে অভিযুক্ত আলমগীর হোসেন ও তার মা বিমলা বেগম পলাতক। যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

বি এম খোরশেদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।