রূপপুরের পথে ইউরেনিয়াম
ঈশ্বরদীজুড়ে পিনপতন নীরবতা, ফাঁকা মহাসড়ক
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান এখন রূপপুরের পথে। এ জন্য ভোর থেকে ঈশ্বরদী-ঢাকা, ঈশ্বরদী-কুষ্টিয়া ও ঈশ্বরদী-পাবনা মহাসড়কের সব ধরনের যান চলাচল বন্ধ। পুরো মহাসড়ক জুড়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন।
পাবনার ঈশ্বরদী উপজেলা জুড়ে পিনপন নীরবতা ও নিস্তব্ধতা বিরাজ করছে। উৎসুক মানুষ মহাসড়কের আশপাশে এবং দূর থেকে ইউরেনিয়ামের গাড়িবহর দেখার অপেক্ষায় অবস্থান করছেন।
পাকশী হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যানাল জাগো নিউজকে বলেন, শুক্রবার দুপুর ১২টায় নাটোরের বনপাড়া মোড় অতিক্রম করে ইউরেনিয়াম বহনকারী গাড়ির বহর এখন ঈশ্বরদী উপজেলার মহাসড়কের পথে আছে। স্বল্প সময়ে গাড়িবহর ঈশ্বরদী উপজেলায় প্রবেশ করবে।

তিনি আরও বলেন, শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে ঈশ্বরদীর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামের চালান রূপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছানোর পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।
পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সি জাগো নিউজকে বলেন, ঢাকা থেকে রূপপুরের ইউরেনিয়ামের প্রথম চালান আসছে। মহাসড়কে নিরাপত্তা জোরদার করতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ইউরেনিয়াম বহনকারী গাড়িটি রূপপুর প্রকল্পে প্রবেশ করলে পরিবহন চলাচল শুরু হবে।
শেখ মহসীন/এসজে/এএসএম