৭ ঘণ্টা পর ঈশ্বরদীর তিন সড়কে যান চলাচল শুরু

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) পরিবহনে নিরাপত্তাজনিত কারণে প্রায় ৭ ঘণ্টা ঈশ্বরদীর তিন মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কে ও এর কিছুক্ষণ আগে ঈশ্বরদী-পাবনা এবং ঈশ্বরদী-ঢাকা সড়কে যান চলাচল শুরু হয়।

আরও পড়ুন: পাবনা-ঢাকা রুটে সব ধরনের গাড়ি বন্ধ

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বেলাল হোসেন জাগো নিউজকে জানান, দুপুর ১টা ১৬ মিনিটের দিকে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ইউরেনিয়াম বহনকারী গাড়ি প্রবেশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ১টা ৪৫ মিনিটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এখন তিন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে বৃহস্পতিবার পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী গণমাধ্যমকে জানান, মহাসড়কে প্রচুর যানবাহন চলাচল করে এবং যানজট হয়। ফলে ইউরেনিয়াম বহনকারী যানবাহন আসতে সমস্যা হতে পারে। সড়কটি যানজট মুক্ত রাখতে শুক্রবার সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রাখা হবে।

শেখ মহসীন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।