খাগড়াছড়িতে বজ্রপাতে প্রাণ গেলো নারীর

খাগড়াছড়ির রামগড়ে বজ্রপাতে বিশু লক্ষ্মী ত্রিপুরা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের সালদা নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিশু লক্ষ্মী ওই পাড়ার সত্য কুমার ত্রিপুরার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল থেকেই বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাত হচ্ছিল। নিজ ঘরের দরজায় দাঁড়িয়ে ছিলেন বিশু লক্ষ্মী ত্রিপুরা। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ জাগো নিউজকে বলেন, বজ্রপাতে নিহত নারীর সুরতহাল করা হয়েছে। ঘটনাস্থল পার্শ্ববর্তী রামগড় উপজেলা হওয়ায় বিষয়টি রামগড় থানা পুলিশকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
মুজিবুর রহমান ভুইয়া/এসজে/এএসএম