চার মাস পর মুক্তি পেলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা জামাল


প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৪ মার্চ ২০১৬

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা শাখার সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল দীর্ঘ চার মাস দুই দিন পর মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

কারাগার থেকে মুক্তি লাভের পর আবদুল আহাদ খান জামাল সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারান্তরীণ সময়ে বিভিন্ন সময়ে দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজনরা তার খোঁজ-খবর নিয়েছেন। তার পরিবারের সদস্যদের শান্তনা যুগিয়েছেন। তাদের প্রতি আবদুল আহাদ খান জামাল কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ২২ নভেম্বর রাত পৌনে ১টার দিকে আব্দুল আহাদ খান জামালকে নগরী মিরাবাজারস্থ নিজ বাসা থেকে গ্রেফতার করেছিল যৌথবাহিনী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং কয়েকটিতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

ছামির মাহমুদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।