বসতঘরে মিললো অস্ত্র-গুলি, নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩

কুমিল্লায় একটি বিদেশি অস্ত্র, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ সেতারা আক্তার (২৪) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দৌলতপুর ছায়াবিতান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেতারা আক্তার কুমিল্লা নগরীর ৪নম্বর দৌলতপুর ছায়াবিতান এলাকার হানিফ মিয়ার মেয়ে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীর ব্যাগে মিললো ৬ কেজি গাঁজা

তিনি বলেন, শুক্রবার বিকেলে দৌলতপুর ছায়াবিতান এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেতারা আক্তারের বসতঘরে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে সেতারার ভাই দাউদ (৩০) পালিয়ে যান। এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে সেতারা আক্তারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।