কাহারোলে নির্বাচনী সংহিংসতায় আহত ৩


প্রকাশিত: ০৪:৫২ এএম, ২৫ মার্চ ২০১৬

দিনাজপুরের কাহারোলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ৩টি নির্বাচনী অফিস। বৃহস্পতিবার রাতে উপজেলার রামচন্দ্র ইউনিয়নের শশ্মান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেল (৩৮), আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আতাউর রহমান বাবুলের ছেলে রওনক রহমান (২৮), স্বতন্ত্র প্রার্থী ( আওয়ামী লীগ বিদ্রোহী) মুনিরাম রায়ের সর্মথক ইশ্বানপুর গ্রামের সুব্রত রায় (৪৫)।

এদের মধ্যে আসিফ রেজা রুবেল ও রওনক রহমান কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সুব্রত রায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মো. আতাউর রহমান বাবুল এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুনিরাম রায়ের সমর্থকরা বৃহস্পতিবার রাতে শশ্মান ঘাট এলাকায় প্রচারণা চালানোর সময় পরস্পরকে ভুয়া এবং নব্য আওয়ামী লীগার বলে দাবি করে। এ নিয়ে উভয় পক্ষের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে দু`পক্ষের ৩ জন আহত হয়েছে। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ভেন্টাবাড়ী, মুটুনী এবং তেলেঙ্গী পাড়া এলাকায় আনারস প্রতীকের তিনটি  নির্বাচনী অফিস ভাঙচুর করে। ছিঁড়ে ফেলা হয় নির্বাচনী পোস্টার। রাত ১২ টায় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

কাহারোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান তিনজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের ঘটনার পুরনাবৃত্তি যেন না হয় সে ব্যাপারে পুলিশ সজাগ রয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন পক্ষেই মামলা দায়ের করেনি এবং কেউ আটক নেই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এমদাদুল হক মিলন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।