ফরিদপুরে ট্রাক-প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে ভ্যানচালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:০২ এএম, ০৩ অক্টোবর ২০২৩

ফরিদপুরের বোয়ালমারীতে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কে ট্রাক, প্রাইভেটকার ও ভ্যানের ত্রিমুখী সঙ্গে সংঘর্ষে এলেম শেখ (৩৫) নামের একজন ভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার (২ অক্টোবর) দিনগত রাত সোয়া ১০টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক এলেম শেখ পার্শ্ববর্তী মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের জফরাকান্দি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কে ট্রাক, প্রাইভেটকার ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাকের চাপায় এলেম শেখ ঘটনাস্থলেই মারা যান। এসময় ফরিদপুরগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ট্রাক ও প্রাইভেটকারের চালক পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।