চট্টগ্রাম সদরঘাট থানার ওসি মঈনুলকে প্রত্যাহার
চট্টগ্রাম সদরঘাট থানার অফিসার ইনচার্জ মঈনুল ইসলামকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে। সাবেক এক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে স্ত্রীসহ থানায় আটক করে মারধর করার ঘটনায় কোর্টে মামলা দায়ের হওয়ার পর তাকে প্রত্যাহার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল এক দপ্তরাদেশে ওসি মঈনুল ইসলামকে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করেন।
মঈনুল ইসলামকে থানা থেকে প্রত্যাহারের পর একই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মর্জিনা আক্তারকে সদরঘাট থানার ওসি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করতে অফিস আদেশ দেওয়া হয়েছে।
জীবন মুছা/এআরএস/এমএস