স্ত্রীকে টয়লেটে আটকে রেখে ফ্যানের সঙ্গে ফাঁস নিলেন স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০৩ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

গাজীপুরে স্ত্রীকে টয়লেটে আটকে রেখে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইশতিয়াক আহমেদ (২৭) নামের এক যুবক। মঙ্গলবার (৩ অক্টোবর) ভোরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে রফিজ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ইশতিয়াক আহমেদ চুয়াডাঙ্গার সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। তিনি স্বাদ গ্রুপের নাইস ডেনিম মিলে উৎপাদন কর্মকর্তা হিসেবে কাজ করতেন ও স্ত্রীকে নিয়ে মুলাইদ এলাকার রফিজ উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ধর্ষণের ১৯ বছর পর রায়, একজনের যাবজ্জীবন

স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে স্ত্রী মেহেরান ফেরদৌস টয়লেটে গেলে বাইরে থেকে দরজা আটকিয়ে দেন ইশতিয়াক। পরে বিছানার চাদর সিলিং ফ্যানের সঙ্গে পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। এসময় বাথরুমের দরজা খুলতে না পেরে মেহেরান ভেন্টিলেটর দিয়ে ডাক-চিৎকার করেন। তখন পাশের ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় ইশতিয়াকের মরদেহ দেখতে পায়। পরে টয়লেটের দরজা খুলে মেহেরানকে বের করে ও পুলিশে খবর দেয় স্থানীয়রা। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ওসি আবুল ফজল মো. নাসিম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. আমিনুল ইসলাম/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।