ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে চালক-হেলপার নিহত


প্রকাশিত: ১০:২৭ এএম, ২৫ মার্চ ২০১৬

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় বালুবাহী ট্রাকের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে ট্রাকের ভেতরেই পুড়ে মারা গেছেন চালক ও হেলপার।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দাউদকান্দি থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী বালুবাহী একটি ট্রাক অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই অচিন্ত কুমার জানান, দুর্ঘটনার কারণে ট্রাকের সামনের উভয়পাশের দরজা বন্ধ হয়ে যায়, তাই সেখানে থাকা চালক ও হেলপার বের হতে পারেনি। আগুনে দগ্ধ হয়ে গাড়ির ভেতরই তারা মারা যান। বিকেল পৌনে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

কামাল উদ্দিন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।