ফরিদপুরে পেঁয়াজের দুই আড়তদারের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০৪ অক্টোবর ২০২৩

ফরিদপুরে নির্ধারিত দামে পেঁয়াজ বিক্রি না করায় দুই আড়তদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের ঠেনঠেনিয়া হাটে অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

এ বিষয়ে মো. সোহেল শেখ জাগো নিউজকে বলেন, কৃষকদের কাছ থেকে ব্যাপারীরা ২৮০০ থেকে ২৯৫০ টাকা মণ দরে পেঁয়াজ কিনছেন। কেজিপ্রতি দাম পড়ে ৭০ থেকে ৭৩.৭৫ টাকা।

তিনি বলেন, কৃষকরা সরকারি দামে পেঁয়াজ বিক্রি করছেন না। সরবরাহ খুব কম ছিল। তাইতো কৃষকদের সরকার নির্ধারিত দামে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বেশি দামে পেঁয়াজ বিক্রি করে জরিমানা গুনলো দুই আড়তদার

অভিযানে সরকার নির্ধারিত দামে পেঁয়াজ ক্রয়-বিক্রয় না করা, রসিদ না থাকা ও মূল্যতালিকা না থাকায় দুটি আড়তকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এরমধ্যে মেসার্স খান ট্রেডার্সকে দুই হাজার টাকা ও মেসার্স মাহাবুব ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা ও উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।