বেশি দামে পেঁয়াজ বিক্রি করে জরিমানা গুনলো দুই আড়তদার
চট্টগ্রামের ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে দুই আড়তদারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ও শিরীণ আখতার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, অভিযানে গিয়ে দেখা যায় ৪২ টাকা দরে কেনা মিয়ানমারের পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এ দায়ে মেসার্স আজমির ভাণ্ডারকে ২০ হাজার টাকা ও শাহ আমানত ট্রেডার্সকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আগামীতে যদি বেশি দামে পেঁয়াজ বিক্রি করা হয় তাহলে আড়ত সিলগালা করে দেয়ার কথা আড়তদারদের জানানো হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পেঁয়াজের দামে লাগাম টানতে পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালাবে বলে জানিয়েছিল জেলা প্রশাসন।
আবু আজাদ/জেএইচ/এমকেএইচ