শহীদদের স্মরণে মির্জাপুরে ৪ সহস্রাধিক মোমবাতি প্রজ্জ্বলন
৪৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে টাঙ্গাইলের মির্জাপুরে সাড়ে চার হাজার মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এ মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
উপজেলা যুবলীগ আয়োজিত এই মোমবাতি প্রজ্জ্বলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়ে সাড়ে চার হাজার মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি মো. সেলিম শিকদার, যুগ্ম-আহ্বায়ক মো. শামীম আল মামুন, মাজহারুল ইসলাম শিপলু, আজহারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন প্রমুখ।
এস এম এরশাদ/এআরএ/এমএস