৪৫ বছর পর কালুখালী বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ
স্বাধীনতার ৪৫ বছর পর রাজবাড়ীর কালুখালী উপজেলার মালিয়াট গ্রামে অবস্থিত ৭১ এর বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। শুক্রবার নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সার্জেন্ট (অব.) আকামত আলী।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান, বীর মুক্তিযোদ্ধা আ. মালেক, খলিলুর রহমান প্রমুখ।
জানা গেছে, ১৯৭১ সালে যুদ্ধকালীন পাকসেনারা কালুখালী রেলস্টেশনে ক্যাম্প স্থাপন করে। রেলওয়ে জংশন থাকায় ভাটিয়াপাড়া, গোয়ালন্দ, রাজশাহী ও খুলনার সঙ্গে কালুখালীর যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে ভাল ছিল। এসব এলাকা থেকে পাকসেনারা মুক্তিযোদ্ধাদের ধরে এনে হত্যার পর কালুখালী বধ্যভূমিতে মাটি চাপা দিত। ৪৫ বছর অতিবাহিত হলেও শহীদদের সেই আত্মার জন্য বধ্যভূমি এলাকায় কোন দোয়ার ব্যবস্থা হয়নি। অরক্ষিত অবস্থায় পড়ে ছিল জায়গাটি। দীর্ঘ সময় পর শুক্রবার ছোট পরিসরে বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। ওই স্মৃতিস্তম্ভে আজ (শনিবার) পুষ্পমাল্য অর্পণ ও দোয়ার অনুিষ্ঠত হবে ।
রুবেলুর রহমান/এসএস/আরআইপি