কিশোরগঞ্জে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৭ অক্টোবর ২০২৩

পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টিতে মাটি সরে গিয়ে কিশোরগঞ্জে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (৭ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে লাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার মিজানুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: লাইনের মাটি সরে কিশোরগঞ্জে ট্রেন চলাচল বন্ধ

তিনি বলেন, বৃষ্টিতে রেল লাইনের মাটি সরে যাওয়ায় মূল লাইন ভেঙে যায়। লাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতী সরারচর স্টেশনে আটকা পড়া ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। অন্যদিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটিও মানিকখালী স্টেশন থেকে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এসকে রাসেল/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।