ঝিনাইদহে পুকুরে ডুবে এক ব্যক্তির মৃত্যু


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ২৬ মার্চ ২০১৬
প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে মোশারফ হোসেন (৪০) নামে এক ব্যক্তি পুকুরে ডুবে মারা গেছেন। শনিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি কালীগঞ্জ পৌরসভার হামজা গাজীর ছেলে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার থেকেই মোশাররফ নিখোঁজ ছিল। শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে।

তিনি জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে নেশার কারণে পানিতে ডুবে তিনি মারা যেতে পারেন।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।