তনু হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধন


প্রকাশিত: ০৬:১৫ এএম, ২৬ মার্চ ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্থানীয় প্রেসক্লাব চত্বরে ‘অবিরাম ব্রাহ্মণবাড়িয়া’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধ অনুষ্ঠিত হয়। এতে ‘অবিরাম ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের কয়েকশ শিক্ষার্থী হাতে বিভিন্ন প্লে-কার্ড ও ব্যানার নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ সোপানুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির আহ্বায়ক কবি জয়দুল হোসেন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, ‘অবিরাম ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের সভাপতি নাঈম ইসলাম সাঈফি, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি শাহাদাৎ হোসেন শোভন প্রমুখ।

Pic

এ সময় বক্তারা তনু হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সেনানিবাসের মতো একটি সুরক্ষিত এলাকায়ও দেশের নারীরা আজ নিরাপদ নয়। অবিলম্বে তনু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।