দূর্গাপুরে আম গাছে প্রেমিক যুগলের ঝুলন্ত লাশ


প্রকাশিত: ০৯:০১ এএম, ২৬ মার্চ ২০১৬

রাজশাহীর দুর্গাপুরে আম গাছের সঙ্গে এক প্রেমিক যুগলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আমগ্রামের এক বাগান থেকে ওই প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার আমগ্রামের আব্দুল মজিদের ছেলে খোকন ইসলাম (২৩) ও একই এলাকার আবু সাইদ বুদনের স্ত্রী টিনা খাতুন (২৭)। শনিবার দুপুরে তাদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, আমগ্রামের খোকনের সঙ্গে তিন সন্তানের জননী টিনা খাতুনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। খোকন রাজশাহী মহানগরীর একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। এই সম্পর্কের জের ধরে শুক্রবার দুপুরে তারা দুজনে অজানার উদ্দেশ্যে রওনা দেন। বিষয়টি জানাজানি হলে টিনার স্বামী সাইদ তার লোকজন নিয়ে খুঁজতে বের হয়। কিন্তু তাদের কোন সন্ধান না পেয়ে বাসায় ফিরে আসে। আজ সকালে খোকন ও টিনার বাড়ির পার্শ্বে আম গাছের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেয়া তাদের দুজনের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয়া হয়।

তবে নিহত খোকনের বাবা আব্দুল মজিদ দাবি করেন, তার ছেলে খোকন ও টিনাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার স্বামী সাইদ। কারণ তাদের দু`জনের মরদেহের কোমর অপর একটি ওড়না দিয়ে বাঁধা ছিল। তাদের দু`জনের প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরেই এই হত্যার ঘটনাকে আত্মহত্যায় রূপ দেয়ার চেষ্টা চালানো হচ্ছে।

দূর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে দুপুরের দিকে রামেক হাসপাতালে পাঠিয়েছে। খোকনের পরিবারের অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তাদের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই পুরো ঘটনাটি পরিষ্কারভাবে জানা যাবে।

শাহরিয়ার অনতু/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।