হবিগঞ্জে ৩ গৃহবধূর উপর এসিড নিক্ষেপ


প্রকাশিত: ০৯:৩৩ এএম, ২৬ মার্চ ২০১৬
প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে তিন গৃহবধূকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। শনিবার সকালে তাদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, উপজেলার কুমড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী সাফিয়া খাতুন (৩৫), জিতু মিয়ার স্ত্রী মনোয়ারা খাতুন (৩২) ও তার বোন নজরুল ইসলামের স্ত্রী আমেনা খাতুন (৩০)।

আহতদের পরিবারের সদস্যরা জানান, কুমড়ি পেরেংগিটিলা গ্রামের আব্দুর রাজ্জাকের সঙ্গে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল একই গ্রামের সাদিকুর রহমানের। আর এ নিয়ে তাদের মাঝে আদালতে মামলাও চলছে।

এরই জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে ওই তিন গৃহবধূর উপর প্রতিপক্ষ এসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেন তারা। পরে তাদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবু নাঈম মাহমুদ হাসান জানান, শরীরের বিভিন্ন স্থানে ফুঁসকার মতো বেড়িয়েছে। আপাতত মনে হচ্ছে এটি কেমিকেল জাতীয় পদার্থ হতে পারে। তবে গুরুতর কিছু নয়। এটি এখানেই চিকিৎসা করার মতো।

বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে কোন মামলা হয়নি। কাউকে আটকও করা হয়নি।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো বলেন, এলাকার লোকজন জানিয়েছে সম্পত্তি নিয়ে তাদের মাঝে দীর্ঘদিন ধরেই মামলা মোকদ্দমা চলছে। একে অপরকে ঘায়েল করতে নারী নির্যাতন, মানবপাচারসহ বিভিন্ন ধরনের অভিযোগে মামলা করেছে। কয়েকটি মামলা তদন্তও করা হচ্ছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।