নাটোরে ইয়াবাসহ আটক ১


প্রকাশিত: ১০:৩৭ এএম, ২৬ মার্চ ২০১৬
প্রতীকী ছবি

নাটোরে ইয়াবাসহ পানবাবু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার শহরের বড়গাছা বউ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পানবাবু পশ্চিম বড়গাছা মহল্লার আবু তাহেরের ছেলে।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈকত জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল বাবু। এঘটনায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পানবাবুর বিরুদ্ধে একাধিকবার থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে এবং গোপন সংবাদের ভিত্তিতে বড়গাছা বউ বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পানবাবুকে চ্যালেঞ্জ করে তার দেহ তল্লাশি করা হয়।

তল্লাশিকালে তার কাছে থাকা দেড়শত ইয়াবা উদ্ধার করা হয়। পরে পানবাবুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

রেজাউল করিম রেজা/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।