শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে আ.লীগের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৪ এএম, ২৬ মার্চ ২০১৬

চন্দনাইশ উপজেলা সদরে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেলিম (৩৫) নামে এক আওয়মী লীগ কর্মী গুরুতর আহত হয়েছেন।

শনিবার দুপুর ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুরা এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আবু আহমেদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চন্দনাইশ থানার উপ পুলিশ পরিদর্শক কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতাযেন করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলা সদরের শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে এ দুই নেতার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সংঘর্ষের জের ধরে আজ (শনিবার) দুপুরে আবারো সংঘর্ষে জড়ায় তারা।

স্থানীয়রা জানান, চন্দনাইম থানা থেকে মাত্র দু’শ গজ দূরত্বে এ সংঘর্ষের ঘটনা চললেও থানা পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করছে। যে কোন মুহূর্তে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।

জীবন মুছা/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।