মাটির নিচে পুঁতে রাখা ছিল রেললাইনের পাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ১৩ অক্টোবর ২০২৩

দিনাজপুরের পার্বতীপুরে চুরি যাওয়া রেললাইনের পাত উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দিনগত মধ্যরাতে উপজেলার রামপুর ইউনিয়ন থেকে রেলের পাত উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বাড়ির পাশে মাটির নিচ থেকে ৯৮টি রেলের পাত উদ্ধার করা হয়। এসময় এগুলো অবৈধ মজুতের অভিযোগে বাড়ির মালিক রনজিত রায়কে গ্রেফতার করে পার্বতীপুর রেল থানায় নিয়ে আসা হয়।

পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ আহসান হাবিব রেললাইনের পাত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পার্বতীপুর রেল থানার সাব ইন্সপেক্টর সাজিদ হাসান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।