তৃতীয় মেয়াদে দায়িত্ব নিলেন মেয়র লিটন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৩

তৃতীয় মেয়াদে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়রের দায়িত্ব নিয়েছেন এএইচএম খায়রুজ্জামান লিটন।

রোববার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি।

দায়িত্ব হস্তান্তর করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। দায়িত্ব নেওয়ার পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক বারকুল্লাহ বিন দুরুল হুদা।

এসময় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, গত মেয়াদে করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে উন্নয়ন কাজে বাধাগ্রস্ত হয়েছি। এবার সব বাধা-বিপত্তি পেরিয়ে আগামী পাঁচটি বছর নিবিড়ভাবে রাজশাহীর সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই, বিশেষ করে কর্মসংস্থানের বিষয়টি।

রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর ও কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

গত ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন এক লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। গত ৩ জুলাই তাকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী।

এরআগে ২০০৮-২০১৩ প্রথম মেয়াদে এবং ২০১৮-২০২৩ সালের মে পর্যন্ত দ্বিতীয় মেয়াদে রাসিকের মেয়র ছিলেন খায়রুজ্জামান লিটন।

সাখাওয়াত হোসেন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।