কেন্দ্রের ফলাফল বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২৮ এএম, ২৭ মার্চ ২০১৬

পিরোজপুরের কাউখালী উপজেলার ৪নং চিরাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সদস্য পদে নির্বাচনে বিজয়ী প্রার্থীর ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য সঞ্জিত মন্ডল রোববার সকালে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৩নং ওয়ার্ডের ৩২নং তুস সাহাবা মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রাহণ শেষে রাত ৮ টার দিকে সবার উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। এতে আমি (সঞ্জিত মন্ডল) ৪৩২ ভোট পাই আর আমার নিকটতম আপেল প্রতীকের প্রার্থী ৩৬৩ ভোট পান। কিন্তু রাত ১২ টার দিকে কাউখালী উপজেলা পরিষদে বসে ফল পাল্টে হেমায়েত তালুকদারকে বিজয়ী ঘোষণা করা হয়।

সঞ্জিব মন্ডল অভিযোগ করে বলেন, তুস সাহাবা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মানিক অধিকারী অন্যায়ভাবে এ কাজটি করেছেন।

এ বিষয়ে মানিক অধিকারী বলেছেন, কোনো অন্যায় করা হয়নি।

হাসান মামুন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।