নওগাঁয় বীরাঙ্গনাদের মাঝে শাড়ি বিতরণ


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ২৭ মার্চ ২০১৬

নওগাঁয় মানুষ মানুষের জন্য নামক একটি সামাজিক সংগঠনের উদ্যোগে রোববার বেলা ১১টায় রাণীনগর উপজেলার আতাইকুলা বদ্ধভূমি প্রাঙ্গনে অবহেলিত সাত জন বীরাঙ্গনার মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।

এ সময় সংগঠনের আহ্বায়ক আশরাফুল নয়ন, সদস্য রিমন মোরশেদ, স্থাণীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী, বদ্ধভূমি নির্মাণের উদ্যোক্তা প্রদ্যুত পাল, সভাপতি গৌতম পাল, সাধারণ সম্পাদক সুধন্য পাল, সদস্য রতন কুমার পাল, নরেশ চন্দ্র পাল, সাংবাদিক আব্বাস আলী, আব্দুল মান্নান ও স্বেচ্ছা সেবক রিয়াদ আশিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আব্বাস আলী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।