মির্জাপুরে বিশৃঙ্খলার আশঙ্কায় আ.লীগের বর্ধিত সভা বাতিল
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ ৮টি ইউনিয়নে বর্ধিত সভার আয়োজন করে। তবে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় এবং সভায় বিশৃঙ্খলার আশঙ্কায় সকল বর্ধিত সভা বাতিল করার পর উপজেলা আওয়ামী লীগ গোপনে জরিপ কাজ চালাচ্ছে বলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মীর শরীফ মাহমুদ ও দপ্তর সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির নিশ্চিত করেছেন।
২৮ মে ৫ম ধাপে মির্জাপুর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ৮টি পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮টি ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক চেয়ারম্যান প্রার্থী থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশনা মোতাবেক প্রতি ইউনিয়নে একজন করে চেয়ারম্যান প্রার্থী মনোনীত করার লক্ষ্যে পর্যায়ক্রমে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সমন্বয়ে ২৩ মার্চ সকালে উয়ার্শী, বিকেলে ভাতগ্রাম, ২৪ মার্চ সকালে আনাইতারা, বিকেলে বানাইল, ২৯ মার্চ সকালে মহেড়া, বিকেলে জামুর্কী, ৩০ মার্চ সকালে গোড়াই এবং বিকেলে বাঁশতৈল ইউনিয়নে প্রার্থী বাছাইয়ে বর্ধিত সভার তারিখ নির্ধারণ করে। কিন্তু প্রত্যেক ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় তাদের সমর্থকদের মধ্যে বিশৃঙ্খলার আশঙ্কায় সকল বর্ধিত সভা বাতিল করা হয়েছে।
প্রার্থী বাছাইয়ে ১৭ মার্চ থেকে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৯ মার্চ। মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫শ টাকা। ২৭ মার্চ সকাল পর্যন্ত ১৯ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন বলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ জানিয়েছেন।
তবে প্রার্থী বাছাইয়ে দলীয় বর্ধিত সভা বাতিল করায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।
এফএ/আরআইপি