মেয়াদ শেষ জেনেও পণ্য বেচে জরিমানা গুনলেন ১০ হাজার টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:১১ পিএম, ১৭ অক্টোবর ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় লাইসেন্স ও মূল্যতালিকা দেখাতে না পারায় এক হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার মহিষলুটি ও মান্নাননগর বাজার এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান।

খালিদ বলেন, মহিষলুটি বাজারের জুই অ্যান্ড জিসান স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ১০ হাজার ও মান্নাননগর বাজারের মায়ের দোয়া হোটেলকে লাইসেন্স ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এম এ মালেক/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।