নদী থেকে বালু উত্তোলন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ১৮ অক্টোবর ২০২৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে বালু উত্তোলনের কারণে জে কে কনস্ট্রাকশন নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে নলকা ফুলজোড় এলাকায় গিয়ে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মণ্ডল।

https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/shiraj-2-20231018181611.jpg

এ বিষয়ে তৃপ্তি কণা মণ্ডল জানান, ফুলজোড় নদীর ওপর নির্মিত জোড়া সেতুর তলদেশের এক কিলোমিটারের মধ্যে থেকে বালু উত্তোলন করায় সিরাজগঞ্জ শহরের জে কে কনস্ট্রাকশনের সত্ত্বাধিকারী কেএম তানভীর ইসলাম শুভকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এম এ মালেক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।