উখিয়ায় র‌্যাব পরিচয়ে ঘোরাঘুরি, ২ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ১৮ অক্টোবর ২০২৩

 

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে ঘুরাঘুরি ও স্থানীয় লোকজনের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের দুই যুবককে গ্রেফতার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট, এক জোড়া হাতকড়া, র‌্যাবের ভুয়া পরিচয়পত্র, ব্যক্তিগত এনআইডি কার্ড, সেনাবাহিনীর মনোগ্রাম যুক্ত মানিব্যাগ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।

গ্রেফতাররা হলেন- খুলনার কয়রা উপজেলার আংটিয়ারা এলাকার ইব্রাহিম গাজীর ছেলে ফারুক হোসেন (৩৭) ও গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাজপাট এলাকার আকরাম মুন্সির ছেলে মো. সুমন মুন্সি (৩২)।

উখিয়ার টিভি টাওয়ার এলাকার জাহিদ হোসাইন বলেন, র‌্যাব পরিচয় দিয়ে দুই যুবক প্রায় সময় এলাকায় ঘুরাঘুরিসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করতে দেখা যাচ্ছিল। বিষয়টি আগে তেমন গায়ে মাখিনি। এখানে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করেন। তবে মঙ্গলবার রাতে লক্ষ্য করলাম তাদের কথাবার্তা সন্দেহজনক। এরপর স্থানীয় লোকজন তাদের পরিচয় জানতে চান। তখন তারা সঠিক পরিচয় দেখাতে পারেননি। লোকজন তাদের আটকে রেখে ক্যাম্পের পাশে থাকা ১৪ এপিবিএন পুলিশকে খবর দিলে তারা নিয়ে যায়। এরপরই তাদের থানায় সোপর্দ করা হয়। তাদের কাছ থেকে কিছু জিনিসপত্র উদ্ধার হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে কুতুপালং টিভি টাওয়ার এলাকায় ভুয়া র‍্যাব পরিচয় দানকারী দুজনকে ১৪ এপিবিএন পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। ঊর্ধ্বতন মহলের পরামর্শে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সায়ীদ আলমগীর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।