কাশিমপুর কারা ফটক থেকে ‘ইমাম মাহমুদের কাফেলা’র সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১৯ অক্টোবর ২০২৩

‘ইমাম মাহমুদের কাফেলা’ নামের নতুন একটি জঙ্গি সংগঠনের এক সদস্যকে কাশিমপুর কারাগারের ফটক থেকে গ্রেফতার করেছ কোনাবাড়ি থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কারাগারে তার স্ত্রী ও শ্যালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন।

গ্রেফতাররা হলেন পাবনার আতাইকুলা থানার কইজুরি শ্রীপুর গ্রামের হাবিব মণ্ডলের ছেলে মাহতাব ইসলাম (৩৫)।

পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, গত আগস্টে মৌলভীবাজারের কুলাউড়ার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে নবগঠিত জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র ১০ সদস্যকে গ্রেফতার করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। গ্রেফতারদের মধ্যে শাপলা বেগম নামের এক নারীও ছিলেন। তিনি বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি।

ওই মামলার পলাতক আসামি মাহতাব উদ্দিন তার স্ত্রী শাপলা বেগম ও হাইসিকিউরিটি কারাগারে বন্দি শ্যালক আল মামুনের সঙ্গে সাক্ষাৎ করতে বৃহস্পতিবার সকালে কাশিমপুর কারাগারে আসনে। পরে গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে আটক করে থানায় নিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক কাশিমপুর কারাগারের এক গোয়েন্দা পুলিশ জানান, মৌলভীবাজারের কুলাউড়ার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে নবগঠিত জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। মাহতাব ইসলামও ওই ঘটনার পলাতক আসামি। একই মামলার আসামি তার স্ত্রী ও শ্যালক কাশিমপুর কারাগারে বন্দি আছেন।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু তোরাফ মো. শামছুর রহমান বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।