মায়ের মৃত্যুবার্ষিকী

নিজ গ্রামের ২ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দিলেন ডাক্তার ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ২১ অক্টোবর ২০২৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মায়ের মৃত্যুবার্ষিকীতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন মো. সাইফুজ্জামান শুভ নামে এক চিকিৎসক। একদিনে নিজ গ্রামের দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন তিনি।

শুক্রবার (২০ অক্টোবর) দিনব্যাপী ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী গ্রামের বাড়িতে এ ফ্রি চিকিৎসা ক্যাম্প করেন। ডা. সাইফুজ্জামান ওই গ্রামেরই বাসিন্দা। তিনি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত।

jagonews24

স্থানীয় সূত্রে জানা গেছে, ডা. সাইফুজ্জামান শুভ ভাঙ্গা উপজেলা সদরের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহিদুজ্জামান মিয়ার ছেলে। তার মা দুই বছর আগে মারা যান। শুক্রবার মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়িতে দিনব্যাপী বিভিন্ন বয়সী ও শ্রেণিপেশার ২১৭ জন রোগীর ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন। অনেক অসহায় রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেন তিনি।

স্থানীয় বাসিন্দা সালমা বেগম বলেন, ছেলের ঠান্ডা জ্বর-কাশির জন্য ডাক্তারের কাছে গেলে তিনি কোনো ফি নেননি। প্রয়োজনীয় ওষুধও দিয়েছেন। ডাক্তারের জন্য দোয়া এবং তার মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

jagonews24

মো. জলিল শেখ নামে এক ব্যক্তি বলেন, ডাক্তার তার মায়ের রুহের মাগফেরাতের জন্য এ মহান গুরুদায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি প্রতিদিন গরিব-অসহায়দের রোগীদের এমন সেবা দিয়ে থাকেন যা ভাঙ্গাবাসীর নজর কেড়েছে।

এ বিষয়ে ডা. মো. সাইফুজ্জামান শুভ বলেন, আমার দাদার বাড়িতে এমন সেবা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন প্রায় ২১৭ জন রোগীর সেবা দিতে পেরেছি। আমার এ সেবা প্রতিবছর অব্যাহত থাকবে। মায়ের জন্য সবার কাছে দোয়া চাই।

এন কে বি নয়ন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।